উত্তর আমেরিকা

ঘোর সংকটে ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ আগস্ট – যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই বাজে সময় পিছু ছাড়ছে না রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের। দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেও শান্তিতে ছিলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মিডিয়া থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত তাকে আক্রমণ করতে ছাড়েনি। নির্বাচনে হারের পর তিনি ভেবেছিলেন কিছুটা আরামে থাকবেন। কিন্তু সেই আরামও হারাম করে দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদস্যরা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল বাসভবন মার-আ-লাগো থেকে গুরুত্বপূর্ণ অন্তত ১১ সেট গোপন নথি উদ্ধার করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এফবিআই। এমন নথি উদ্ধারের ঘটনায় একদিকে যেমন ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, তেমনি আইনি পদক্ষেপের মুখোমুখিও হতে পারেন তিনি। উদ্ধারকৃত এসব নথির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সম্পর্কিত ‘টিএস/এসসিআই’ বা ‘অতি গোপনীয়’ ক্যাটাগরির নথিও আছে, যা বেহাত হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য ‘ব্যাপক’ ও ‘গুরুতর’ ক্ষতির আশঙ্কা রয়েছে। গত ০৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে ট্রাম্পের বাসভবন মার-আ-লাগোতে তল্লাশি চালায় এফবিআইয়ের একটি দল। ওই দিন অবশ্য ফ্লোরিডায় ছিলেন না ট্রাম্প। অভিযানে ট্রাম্পের বাসভবন থেকে কিছু জিনিস জব্দ করেছিল এফবিআই। গত শুক্রবার বিকেলে ফ্লোরিডার একটি আদালতের নির্দেশে জব্দকৃত জিনিসের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার-আ-লাগো থেকে ২০টি বাক্স, ফটো বাইন্ডার এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক পরামর্শদাতা রজার স্টোনের পক্ষে লেখা একটি চিঠি। এ ছাড়া ‘ফ্রান্সের প্রেসিডেন্ট’ সম্পর্কে লেখা একটি নথি উদ্ধার করা হয়েছে। যদিও ওই নথিতে কী বলা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।ট্রাম্পের বাসভবন থেকে উদ্ধার ১১ সেট নথি কয়েকটি শ্রেণিতে ভাগ করেছে এএফবিআই। এসবের মধ্যে একটি সেট যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যাবস্থার সঙ্গে সংশ্লিষ্ট এবং ‘টিএস/এসসিআই’ বা ‘অতি গোপন/ সংবেদনশীল’ তালিকাভুক্ত বলে জানা গেছে। এফবিআইএর কর্মকর্তারা জানিয়েছেন, এই নথি যদি বেহাত হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা গুরুতর হুমকির মুখে পড়বে। এছাড়া উদ্ধার অন্যান্য ফাইলের মধ্যে ৪ সেট ‘অতি গোপন’ ক্যাটাগরি, তিন সেট ‘গোপন’ ক্যাটাগরি নথি, এবং তিন সেট ‘গোপনীয়’ ক্যাটাগরির নথি রয়েছে। নথিগুলোর বিষয়ে এর চেয়ে বেশি বিস্তারিত আর কিছু বলেনি এফবিআই।‘ ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকৃত আইটেমগুলো ‘সব ডিক্লাসিফাইড’ এবং নিরাপদে সংরক্ষণ করা হয়েছিল। তিনি বলেন, ‘এফবিআই যদি চাইত, তাহলে যে কোনো সময় এসব নথি পেতে পারত। আমিই তাদের হস্তান্তর করতাম।’

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/১৪ আগস্ট ২০২২

Back to top button