সিলেট

ইঞ্জিনে পাখির আঘাত, ৫ ঘণ্টা পর ছাড়লো বিমান

সিলেট, ১৪ আগস্ট – সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিনে পাখির আঘাতের (বার্ডহিট) ঘটনা ঘটেছে। রোববার (১৪ আগস্ট) সকাল ৮টা ৩৯ মিনিটে ঢাকা থেকে আসা উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণের সম ইঞ্জিনে একটি পাখি ঢুকে যায়। বিমানের বিজি ২০১ নম্বর ফ্লাইটটি ৯টা ৪০ মিনিটে বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

তিনি আরও জানান, পরে ঢাকা থেকে ইঞ্জিনিয়াররা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর দুপুর ৩টা ৩ মিনিটে ২৯৭জন যাত্রী নিয়ে বিমানবন্দর ত্যাগ করে।

হাফিজ আহমদ বলেন, বিমানন্দরে যাতে পাখি না ঢুকতে পারে এ ব্যাপারে নিয়মিত নজরদারি রয়েছে। ফ্লাইট উড্ডয়ন বা অবতরণের সময় পাখি বিপৎসীমায় ঢুকে পরলে শ্যুট করে মেরে ফেলা হয়। আজও একই কাজ করা হয়েছে। এরপরও হঠাৎ একটি পাখি উড়ে এসে উড়োজাহাজের ইঞ্জিনে ঢুকে পড়ে।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৪ আগস্ট ২০২২

Back to top button