জাতীয়

এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন

G-M-Kader

ঢাকা, ১৩ আগস্ট – সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই বেহেশতে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের।

আজ শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে একটি যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে এলডিপির সহ-সভাপতি ড. আবু জাফর সিদ্দিকীসহ কয়েক শ নেতাকর্মী জি এম কাদেরের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

জি এম কাদের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী, এমপিরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকার মালিক হয়েছে।

তাদের কোনো অভাব নেই, দ্রব্যমূল্য যতই বৃদ্ধিপাক তাদের কোনো সমস্যা নেই।
এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি মানুষের কল্যাণে রাজনীতি করে বলেই এখনও বিবেকমান মানুষের জাতীয় পার্টিতে যোগদান করে।

এ সময় আরো যোগ দেন এলডিপির কেন্দ্রিয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, আব্দুল হাই নোমান, জসিম উদ্দিন চৌধুরী, ফেরদৌস ফাহিমসহ কয়েক শ কর্মী। যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন ড. আবু জাফর সিদ্দিকী।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/১৩ আগস্ট ২০২২

Back to top button