কুষ্টিয়া

ফিলিং স্টেশনে আগুন লেগে প্রাণ গেলো দুইজনের

কুষ্টিয়া, ১২ আগস্ট – কুষ্টিয়ার ভেড়ামারার দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধে হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও চারজন। নিহতের নাম-পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনই মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের শরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুইজনই ওই ফিলিং স্টেশনের কর্মী। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ আগস্ট ২০২২

Back to top button