সিলেট

মন্ত্রীর সাথে বৈঠকের পর উচ্ছেদে নামলেন মেয়র আরিফ

সিলেট, ১২ আগস্ট – সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ‘ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন’-এ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ আগস্ট) সকালে ওসমানী বিমানবন্দরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। কথা প্রসঙ্গে সিভিল এভিয়েশনের বে-দখলে থাকা বেশকিছু জায়গা উদ্ধারের উদ্যোগ নিতে কথা হয়। এসময় সিভিল এভিয়েশনের দায়িত্বশীলরা সিলেট সিটি কর্পোরেশনকে বেদখলে থাকা জায়গা উচ্ছেদ করতে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার কয়েক ঘণ্টা মধ্যে সিভিল এভিয়েশনের জায়গা উদ্ধারে অভিযানে নামেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি অবৈধভাবে গড়ে ওটা বেশ কিছু স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেন।

উচ্ছেদ অভিযান শেষে মেয়র আরিফ বলেন- সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে ও টার্মিনাল ছোট থাকায় বিভিন্ন দেশের বিমান এখানে নামতে পারে না। ফলে বিদেশী ফ্লাইট নামতে বাঁধাগ্রস্ত হচ্ছে। এমতাবাস্থায় প্রশাসন, সিভিল এভিয়েশন ও সংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিভিল এভিয়েশনের বে-দখলে থাকা জায়গা উচ্ছেদ করতে সমন্বয় করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে আমরা উচ্ছেদ অভিযান চালাই। অভিযানে বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সূত্র: সিলেটভিউ
এম ইউ/১২ আগস্ট ২০২২

Back to top button