ইউরোপউত্তর আমেরিকা

ইরানে ড্রোন প্রশিক্ষণ নিচ্ছে রাশিয়া : অভিযোগ যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ১২ আগস্ট – মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘গেল কয়েক সপ্তাহে রুশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানি ও রুশ অস্ত্র বাণিজ্যের ওপর জোরালো নিষেধাজ্ঞা প্রয়োগ করবে বলে মন্তব্য করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে ড্রোন বিনিময় নানা উপায়ে নিষেধাজ্ঞাযোগ্য। ইরানের ড্রোন ব্যবহার ও সম্প্রসারণ নিয়ে আমরা উদ্বিগ্ন।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন বাহিনী, আঞ্চলিক অংশীদার ও জাহাজে হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে ইরান।
এদিকে, হামলায় সক্ষম মানববিহীন আকাশযান (ইউএভি) দেখতে ইরান সফর করেছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার কাছে ইরান কয়েকশ ড্রোন হস্তান্তর করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের প্রেক্ষিতে ইরানি কর্মকর্তারা এসব তথ্য অস্বীকার কিংবা স্বীকারও করেননি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কাহানি বলেন, ইউক্রেন যুদ্ধের আগে থেকেই কয়েকটি আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতার ইতিহাস রয়েছে।

সূত্র: বিডিপ্রতিদিন
এম ইউ/১২ আগস্ট ২০২২

Back to top button