জাতীয়

সেপ্টেম্বর থেকে রাজপথ দখলে রাখব

রাজশাহী, ১২ আগস্ট – বিএনপি নামধারী কোনো দুর্বৃত্ত যেন মানুষকে জিম্মি করতে না পারে সে জন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, ‘তারা যেন মানুষের ওপর আর পেট্রল বোমা নিক্ষেপ করতে না পারে সে জন্য আগামী নির্বাচন পর্যন্ত রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতিবাদ কর্মসূচি অনর্থক আখ্যা দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিশ্বে যখন জ্বালানি তেলের মূল্য কমবে, তখন দেশে আবার মূল্য সমন্বয় করা হবে। এই নিয়ে মাঠ গরম করার কিছু নেই।’

দেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে এতে বাংলাদেশ আগামী ছয় মাস পর্যন্ত চলতে পারবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের রিজার্ভ কখনো কমবে, আবার কখনো বাড়বে। তবে বাংলাদেশ ভালো অবস্থানে আছে।’

জেলা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আকতার রেনী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ।

সূত্র: ঢাকাটাইমস
এম ইউ/১২ আগস্ট ২০২২

Back to top button