দক্ষিণ এশিয়া

আত্মঘাতী হামলায় আফগান ধর্মীয় নেতা নিহত

কাবুল, ১২ আগস্ট – কাবুলের একটি সেমিনারিতে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন বিশিষ্ট তালেবান ধর্মীয় নেতা নিহত হয়েছেন। নিহত নেতার নাম শেখ রহিমুল্লাহ হাক্কানি। তালেবান প্রশাসনের মুখপাত্র বিলাল কারিমি হাক্কানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তালেবান সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

চারটি তালেবান সূত্রের বরাত দিয়ে রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে, হামলাকারী এমন একজন, যিনি আগে তার পা হারিয়েছিলেন এবং একটি প্লাস্টিকের কৃত্রিম পায়ে বিস্ফোরক লুকিয়ে রেখেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র তালেবান কর্মকর্তা বলেছেন, আমরা তদন্ত করছি যে এই ব্যক্তিটি কে ছিলো এবং কে তাকে শেখ রহিমুল্লাহ হাক্কানির ব্যক্তিগত অফিসে প্রবেশের জন্য এই গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে এসেছিলো। এটি আফগানিস্তানের জন্য একটি খুব বড় ক্ষতি।

এদিকে আইএসআইএল তার টেলিগ্রাম চ্যানেলে হামলার দায় স্বীকার করেছে। হাক্কানি ছিলেন তালেবানের পক্ষে সবচেয়ে বিশিষ্ট উকিল এবং তাদের মধ্যে সবচেয়ে বড় যারা আইএসআইএল-এর বিরুদ্ধে যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। এর আগেও তার ওপর হামলা চালিয়েছিলো আইএসআইএল, তবে তিনি পূর্ববর্তী হামলাগুলো থেকে বেঁচে গিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় হাক্কানির মৃত্যুতে অনেক তালেবান কর্মকর্তা শোক প্রকাশ করেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ আগস্ট ২০২২

Back to top button