ফেনী

পরকীয়া করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

ফেনী, ১৫ নভেম্বর- ফেনীর পরশুরামে গৃহবধূর সঙ্গে পরকীয়ার সময় স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আজ রোববার উপজেলার মির্জানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক ছাত্রলীগ নেতা মো. শাহ পরান মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের উপ-দপ্তরসম্পাদক। ওই ঘটনার পর তাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত ১২টার দিকে এক গৃহবধূর ঘরে প্রবেশ করেন শাহপরান। পরে স্থানীয়রা টের পেলে তারা ঘরে তালা ঝুলিয়ে দেন। আজ রোববার সকাল ১১টা পর্যন্ত সেখানে তাকে আটকে রাখা হয়। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়।

জানা গেছে, ওই গৃহবধূর স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। এ সুযোগে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন শাহ পরান। এ ঘটনার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো.মহিউদ্দিন ছুট্টো এবং গৃহবধূর স্বামীকে খবর দেওয়া হয়।

ইউপি সদস্য মহিউদ্দিন ছুট্টেুা বলেন, ‘অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে লোকজন শাহ পরানকে আটক করে। পরে ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়।’

আরও পড়ুন:   মহানবীকে নিয়ে কটূক্তি, ফেনীতে যুবক গ্রেপ্তার

এদিকে ওই ঘটনার পর আজ দুপুরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন ও যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শাহ পরানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহকত হোসেন জানান, মো. শাহপরানকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/১৫ নভেম্বর


Back to top button