ইউরোপ

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বোমা মারার হুমকি দিলেন রুশ জেনারেল

মস্কো, ১০ আগস্ট – রাশিয়ার একজন মেজর জেনারেল বলেছেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে পারমাণবিক হামলারও প্রস্তুতি রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর তার এ বক্তব্য আরো উত্তেজনা ছড়াল।

ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারগোয়াটম সোমবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামের একটি পোস্টে জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাশিয়া ‘পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের একটি পোস্টে এনারগোয়াটম জানায়, রাশিয়ার মেজর জেনারেল ভ্যালেরি ভ্যাসিলিয়েভ বলেছেন, সেখানে (জাপোরিঝিয়ায়) হয় রাশিয়ান ভূমি বা দগ্ধ মরুভূমি থাকবে।

ভ্যালেরি আরো বলেছেন, আমরা শত্রুর কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখিনি। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। শত্রুপক্ষ জানে যে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হয় রাশিয়ার হবে, কিংবা কারো হবে না। আমরা এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য প্রস্তুত।

তিনি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেওয়ার দাবি করেছেন বলেও এনারগোয়াটম অভিযোগ তুলেছে। তবে কোনো পক্ষের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/১০ আগস্ট ২০২২

Back to top button