উত্তর আমেরিকা

কানাডার ৬২ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

টরন্টো, ০৬ আগস্ট – কানাডার ৬২ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশের কর্মকর্তা, সাংবাদিক এবং সামরিক বিশেষজ্ঞ ও গির্জার প্রধান ধর্মযাজককের ওপর কানাডা নিষেধাজ্ঞা দেওয়ায় রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে এ নিষেজ্ঞা আরোপ করেছে। খবর আনাদোলুর।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, রুশ নিষেধাজ্ঞার আওতায় কানাডার সরকারি কর্মকর্তা, রাজনীতিক বিশ্লেষক, শিল্পী ও ধর্মগুরুরা আছেন।

ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর থেকে কানাডা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞা আরোপ করা কানাডার নাগরিকদের নামের তালিকা প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, কানাডার সরকার প্রধান জাস্টিন ট্রুডু রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এন এ/ ০৬ আগস্ট

Back to top button