শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ইনডোর রোইং প্রতিযোগিতা
ঢাকা, ৬ আগস্ট – শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে ইনডোর রোইং প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্ব জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পুরুষ ও নারীদের ৫টি গ্রুপ অংশগ্রহণ করে। এতে ফেডারেশনের বিভিন্ন ক্লাবের প্রায় ১০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ মনিরুল আলম, যুগ্ম সম্পাদক ইফতেখারুজ্জামান টপছি, মো. মোবারক হোসেন, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন মন্টু, প্রেস ও পারলিকেশন উপকমিটির সম্পাদক রাশিম মোল্লা, কার্যনির্বাহী সদস্য নাসিরুজ্জামান চৌধুরী স্বপন, মো. জাকির হোসেন পারভেজ, হাসান মোল্লা, হামিদ আলী, মারুফ খান, মো. মাকসুদ আলম প্রমুখ।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ৬ আগস্ট ২০২২