ইউরোপ

অগ্ন্যুৎপাতের কারণে আইসল্যান্ডে মহাবিপদ সংকেত

রেইকিয়াভিক, ০৫ আগস্ট – আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে ঝর্ণার মতো নির্গত হচ্ছে গরম লাভা। আর তা দেখতে সেখানে জড়ো হয়েছেন অনেক পর্যটক। আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর (আইএমও) জানিয়েছে, রাজধানী রেইকজাভিকের কাছে গত বছর অগ্ন্যুৎপাত হওয়া একটি স্থানে বুধবার আবার অগ্ন্যুৎপাতের পর আইসল্যান্ডে মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে।

আইএমও জানিয়েছে, রাজধানী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে একটি জনবসতিহীন এলাকায় এই অগ্ন্যুৎপাত ঘটেছে।

তবে সেখানে কারো জীবন ঝুঁকির মধ্যে নেই।
অগ্ন্যুৎপাত মাউন্ট ফ্যাগ্রাডালসফজাল আগ্নেয়গিরির এলাকার কাছাকাছি ঘটেছে। ওই এলাকা ২০২১ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় ছিল।

যদি বুধবারের আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ গত বছরের দেখা ফাটলের অনুরূপ বলে নিশ্চিত করা হয়, তবে কোড রেড এভিয়েশন সতর্কতা কমলায় নামিয়ে আনা যেতে পারে; যা কম বিপদের সংকেত দেয়। সংস্থার একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

ব্লুমবার্গের সাথে কথা বলা প্রাকৃতিক ঝুঁকি বিশেষজ্ঞ এইনার বলেছেন, লাভা মাটির ফাটল থেকে উদগীরণ হচ্ছে বলে জানা গেছে।

আইসল্যান্ড ভূমিকম্পের জন্যও পরিচিত। এই ভূমিকম্পের ফলে কখনো কখনো আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ঘটায় কারণ পৃথিবীর বৃহত্তম টেকটোনিক প্লেটগুলোর মধ্যে দুটি এই দেশের নিচে রয়েছে।

আইসল্যান্ডে ৩২টি আগ্নেয়গিরি সম্বলিত এলাকা রয়েছে, যা বর্তমানে সক্রিয় এবং সংখ্যায় এটি ইউরোপের সর্বোচ্চ।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/০৫ আগস্ট ২০২২

Back to top button