এশিয়া

থাইল্যন্ডে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ১৩

ব্যাংকক, ৫ আগস্ট – থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

থাই পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে দেশটির রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে শুক্রবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে বলেছেন, চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নামক ওই নাইট ক্লাবে বৃহস্পতিবার গভীর রাত প্রায় ১টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৫ আগস্ট ২০২২

Back to top button