শিক্ষা

ঢাকা বোর্ডে নতুন সচিব-পরীক্ষা নিয়ন্ত্রক

ঢাকা, ৪ আগস্ট – ঢাকা শিক্ষা বোর্ডে নতুন সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা বোর্ডের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আজাদ হোসেন চৌধুরী। তিনি প্রেষণে ঢাকা বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখায় উপপরিচালক পদে কর্মরত ছিলেন।

অন্যদিকে ঢাকা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আবুল বাসার। তিনি সিলেট সরকারি মহিলা কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার এ বিষয় প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সামিয়া ইয়াসমীন।

জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ হিসেবে মিরপুর বাঙলা কলেজে যোগদান করবেন। আগামী ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন অধ্যাপক ইউসুফ। অন্যথায় ওইদিন অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। আবশ্যিকভাবে তিনি তার পিডিএস ও লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

সূত্র:বাংলাদেশ জার্নাল
আইএ/ ৪ আগস্ট ২০২২

Back to top button