আইন-আদালত

টাঙ্গাইলে বাসে ‘দলবেঁধে ধর্ষণের শিকার’ নারীর আদালতে জবানবন্দি

টাঙ্গাইল, ০৪ আগস্ট – টাঙ্গাইলে যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতির সময় ‘দলবেঁধে ধর্ষণের শিকার’ নারী জবানবন্দি দিয়েছেন আদালতে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারক হাকিম রুমী খাতুন ওই নারীর জবানবন্দি গ্রহণ করেন। টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর ২২ ধারায় জবানবন্দি

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ জানান, ধর্ষণের শিকার ওই নারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাসের ভেতর তাকে পালাক্রমে ধর্ষণের কথা জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন ২২ ধারার জবানবন্দি রেকর্ড করেন।

ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেহেনা পারভীন জানান, তাকে প্রধান করে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে চূড়ান্ত মতামত দিতে কিছুটা সময় লাগবে।

গ্রেফতার রাজা মিয়ার ৫ দিনের রিমান্ড

কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ জানান, এ ঘটনায় গ্রেফতার আসামি রাজা মিয়াকে সাতদিনের রিমান্ড চেয়ে বিকেলে আদালতে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় শুনানি আসামিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ এই রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতি ও এক নারীকে গণ-ধর্ষণের ঘটনায় রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতি ও এক নারীকে গণ-ধর্ষণের ঘটনায় রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, গত মঙ্গলবার কুষ্টিয়া থেকে ঢাকাগামী নৈশ বাসে যাত্রী বেশে ডাকাত দল উঠে প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের হাত পা, চোখ বেঁধে মারপিট ও জিনিসপত্র লুট করে। তারপর এক নারীকে গণধর্ষণ করে। সব ঘটনা শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের উল্টোপাশে বালির ঢিবিতে বাস উঠিয়ে দিয়ে পালিয়ে যায় ডাকাত দল। ডাকাত দলের ওই সদস্যরা টানা তিন ঘণ্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের ওপর তাণ্ডব চালায়।

সূত্র: ইত্তেফাক
এম ইউ/০৪ আগস্ট ২০২২

Back to top button