ইউক্রেনে অস্ত্রভর্তি গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার
মস্কো, ০৩ আগস্ট – ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভে অস্ত্রভর্তি একটি গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ওই গুদামে পোল্যান্ডের দেওয়া অস্ত্র ছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের সেনারা লভিভ অঞ্চলের একটি অস্ত্রের গুদাম ধ্বংস করেছে, যেখানে পোল্যান্ডের দেওয়া অস্ত্র ছিল।
তবে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকাজ জ্যাসিনা বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই এবং আমি বিষয়টি নিশ্চিত করতে পারছি না।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
আলজাজিরাও রাশিয়ার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। দেশটির অভিযোগ, দোনবাসে রুশ ভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের স্বাধীনতা দরকার। ছয় মাসে পা দেওয়া এ যুদ্ধে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করতে পেরেছে রাশিয়া।
এদিকে কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন মস্কোর দাবি, তাদের পরিকল্পনা দোনবাস নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু এর মধ্যে রাশিয়া ইউক্রেনের এমন এমন এলাকায় হামলা চালাচ্ছে যেসব অঞ্চল মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেকটাই দূরে।
সূত্র: সমকাল
এম ইউ/০৩ আগস্ট ২০২২