ইউরোপ

নিয়ন্ত্রণের বাইরে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

কিয়েভ, ০৩ আগস্ট – জাতিসংঘের পারমাণবিক প্রধান সতর্ক করে বলেছেন, ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। পরিস্থিতি স্থিতিশীল করতে এবং একটি পারমাণবিক দুর্ঘটনা এড়াতে বিশেষজ্ঞদের দ্রুত বিদ্যুৎ কমপ্লেক্স পরিদর্শনের অনুমতি দেয়ার জন্য রাশিয়া ও ইউক্রেনের কাছে একটি জরুরি আবেদন জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি মঙ্গলবার এপি’র সাথে একটি সাক্ষাৎকারে বলেন, দক্ষিণ-পূর্ব শহর এনেরহোদারের জাপোরিঝিয়া প্ল্যান্টে পরিস্থিতি প্রতিদিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। তিনি বলেন, প্ল্যান্টে পারমাণবিক নিরাপত্তার প্রতিটি নীতি লঙ্ঘন করা হয়েছে। যার ফলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং বিপজ্জনক করে তুলেছে।

গ্রসি আশঙ্কা প্রকাশ করে বলেন, জাপোরিঝিয়া প্ল্যান্টে দ্রুত পদক্ষেপ না নিলে ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার মতো আরেকটি জরুরি অবস্থা তৈরি হবে, যা বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়। ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর মার্চে ইউক্রেনের ১৫টি পারমাণবিক চুল্লির মধ্যে বৃহত্তম জাপোরিঝিয়া বিদ্যুৎ প্ল্যান্টটি দখলে নিয়েছিলো রুশ সেনারা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ আগস্ট ২০২২

Back to top button