ইউরোপ

বড় ধরনের হামলা চালানোর দাবি রাশিয়ার

মস্কো, ০২ আগস্ট – মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সেনারা ইউক্রেনের মাইকোলাইভ এবং খারকিভে বড় ধরনের হামলা চালিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, তাদের সেনারা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ দিকে অবস্থিত সাতটি অস্ত্রের গুদামে হামলা চালিয়ে সেগুলো উড়িয়ে দিয়েছে। এর মধ্যে জাপোরিঝজিয়াও রয়েছে।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে বর্তমানে দক্ষিণ দিকে অবস্থিত অঞ্চল খেরসন পুনর্দখল করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। তারা সরাসরি ঘোষণা দেয় রুশদের হটিয়ে দিয়ে খেরসন পুনরায় স্বাধীন করা হবে।

আর ইউক্রেনের এমন ঘোষণার পর দক্ষিণ দিকের অঞ্চলটিতে নিজেদের সেনার সংখ্যা বাড়ানো শুরু করে রাশিয়া। তাছাড়া খেরসনের দিকে ভারী অস্ত্রও নিয়ে গেছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু মঙ্গলবার দাবি করেন রুশ সেনারা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাঠানো ছয়টি হিমার্স রকেট লঞ্চার ধ্বংস করে দিয়েছে। তার এ দাবিরও সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সূত্র: যুগান্তর
এম ইউ/০২ আগস্ট ২০২২

Back to top button