বরিশাল

বরিশালে সিলগালা করা ডায়াগনস্টিকের কক্ষে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক

বরিশাল, ০২ আগস্ট – দেবরের ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার পরিচয়ে চিকিৎসার নামে রোগীর সঙ্গে প্রতারণা করায় মুনতাকা দিলশান ঝুমা নামে এক নারীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুননবী।

তিনি বলেন, উলানিয়া বাজারের সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার পরিচয়ে মুনতাকা দিলশান ঝুমা নামে একজন ওই ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে বসে রোগী দেখছিলেন। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ডাক্তারের কোনো সনদপত্র দেখাতে পারেননি। এ জন্য তাকে এক লাখ টাকা জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

তিনি জানান, সান্তনা ডায়াগনস্টিক সেন্টারটি দেড় মাস আগে বৈধ কাগজ না থাকার কারণে সিলগালা করা হয়। এই ডায়াগনস্টিক সেন্টারের মালিক মারুফ হোসেনের ভাইয়ের স্ত্রী দিলশান ঝুমা।

সূত্র: ঢাকাপোস্ট
এম ইউ/০২ আগস্ট ২০২২

Back to top button