মার্কিন স্পিকারের তাইওয়ান সফর: চীনের সামরিক বাহিনীর প্রস্তুতি
বেইজিং, ০২ আগস্ট – এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ান সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির। ধারণা করা হচ্ছে, চীনের হুমকি সত্ত্বেও তিনি তাইওয়ানও সফর করবেন। এমন পরিস্থিতিতে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। তাছাড়া দেশটির বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালির কাছাকাছি রয়েছে।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানায়, তাইওয়ান প্রণালির পাশ দিয়ে চীনের প্লেন উড়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু যুদ্ধ জাহাজও সোমবার থেকে সেদিকে যাচ্ছে।
সূত্র জানায়, চীনের প্লেন তাইওয়ান প্রণালীর কাছ ঘেঁষে যখন মহড়া দেয় তখন তাইওয়ানের প্লেনগুলো স্ট্যান্ডবাই অবস্থায় ছিল।
এর আগে ন্যান্সি পেলোসি যদি তাইওয়ানে সফর করেন তাহলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে চীন।
তাছাড়া আগেই জানানো হয়েছিল যে, এই সফরে তিনি তাইওয়ানেও যাবেন। এমন ঘোষণা আসার পর থেকেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা শুরু হয়। পেলোসি সিঙ্গাপুরের পর মঙ্গলবার (২ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে এখান থেকে তিনি তাইওয়ান যাবেন।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/০২ আগস্ট ২০২২