ঢাকা বিভাগ

ঢাবিতে পূর্বনির্ধারিত ইসলামি অনুষ্ঠান বাতিল, একই স্থানে ছাত্রলীগের সভা

ঢাকা, ২ আগস্ট – ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠনের ‘কুরআন পাঠ প্রতিযোগিতা ২০২২’ এর পুরস্কার বিতরণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের পূর্বনির্ধারিত ও অনুমতি নেওয়া অডিটোরিয়ামের বরাদ্দ বাতিল করা হয়েছে। ইসলামি এই অনুষ্ঠানটি কোনো কারণ ছাড়াই হঠাৎ বাতিল করা হয়েছে বলে অভিযোগ সংগঠনটির।

মঙ্গলবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাফেজ শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া অ্যাসোসিয়েশন একটি কুরআন পাঠ প্রতিযোগিতার আয়োজন করে। পুরস্কার বিতরণী ও হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের এই অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে অনুমতিও নেয় সংগঠনটি।

সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়। সংগঠনটির অভিযোগ, হঠাৎ কোনো কারণ ছাড়াই মিলনায়তন বরাদ্দের অনুমতি বাতিল করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া অ্যাসোসিয়েশনের পরিচালক হামিদ জামিল একটি গণমাধ্যমকে বলেন, গত ২৪ জুলাই আমরা অডিটোরিয়াম বরাদ্দের জন্য অনুমতি নিয়েছিলাম। অতিথি আমন্ত্রণ ও পুরস্কার থেকে শুরু করে যা দরকার সবকিছু আমরা রেডি করেছিলাম। কিন্তু গতকাল মারুফ স্যারকে (অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ) ডিন অফিস থেকে জানানো হয় আমাদের প্রোগ্রাম নাকি বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে এই বিষয়ে কিছুই বলা হয়নি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও সকল শহীদদের স্মরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

যা বলছে ডিন অফিস:

কর্তৃপক্ষের যেকোন অনুষ্ঠান বাতিল করার অধিকার রয়েছে জানিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, আমাদের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম চলছে। এই মুহূর্তে আমরা কাউকে প্রোগ্রাম করতে দিচ্ছি না। এজন্য আমি তাদের নির্ধারিত প্রোগ্রামটি বাতিল করেছি।

একই দিনে একই অডিটোরিয়ামে ছাত্রলীগের অনুষ্ঠানের বিষয়ে জানান, ‘আমরা শুনেছি বিষয়টি। তবে আমরা অফিশিয়ালি কাউকেই অডিটোরিয়াম বরাদ্দ দেইনি।’

সূত্র: নতুন সময়
আইএ/ ২ আগস্ট ২০২২

Back to top button