জুলাইতে ৪৮৩৮ কোটি টাকা রাজস্ব আদায় চট্টগ্রাম কাস্টম হাউসে।
চট্টগ্রাম, ২ আগস্ট – চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি। জুলাই মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৮২ কোটি টাকা।
গত বছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৩৯৪ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে গত অর্থবছরের তুলনায় এ বছর জুলাই মাসে এক হাজার ৪৪৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
বছরের ব্যবধানে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছেন ৪২ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৯৫ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে কাস্টমস। ফলে রাজস্ব আহরণে সন্তোষজনক প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু করল চট্টগ্রাম কাস্টম হাউস।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সালাউদ্দিন রিজভী জাগো নিউজকে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও চট্টগ্রাম কাস্টমস আশাব্যঞ্জক রাজস্ব আহরণ করেছে। জুলাই মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে। বিগত বছরের তুলনায় ৪২ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
সিপিসির সঠিক ব্যবহার, যথাযথ এইচএস কোড নির্ধারণসহ যথাযথ শুল্কায়নের ফলে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি সামনের দিনগুলোতেও রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমস আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান তিনি।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ২ আগস্ট ২০২২