পশ্চিমবঙ্গ

বুধবারই রদবদল, নতুন মন্ত্রিসভায় কে কে আসতে পারেন ?

পশ্চিমবঙ্গ, ১ আগস্ট – পশ্চিমবঙ্গে রাজ্য মন্ত্রিসভায় রদবদলের জল্পনা ছিল তুঙ্গে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে মনে করা হয়েছিল। সেই অপেক্ষায় ছিলেন সকলে। তবে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার।

সোমবার (১ আগষ্ট) সংবাদ প্রতিদিন ও আনন্দ বাজোরর প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

মুখ্যমন্ত্রী মমতা জানান, মন্ত্রিসভা ভেঙে নতুন করে কিছু করার পরিকল্পনা নেই। ছোট কিছু বদল হবে। ৫, ৬ জন নতুন আসতে পারে। তিন, চার জনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দল, সংগঠনের কাজে লাগানো হবে।

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এত বড় পরিবর্তন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

প্রসঙ্গত, রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে মারা যওয়ার পর তাদের দপ্তরগুলির ভার আপাতত অন্য মন্ত্রীদের বণ্টন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, সদ্য ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তার চারটি দপ্তর সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। এবার এই তিন শূন্যপদে নতুন মুখ আনার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মন্ত্রিসভায় নতুন মুখের মধ্য়ে নাম শোনা যাচ্ছে উদয়ন গুহ, তাপস রায়, বাবুল সুপ্রিয়র।

এছাড়ও বৈঠকে কারও নাম না নিয়ে মন্ত্রিসভার সদস্যদেও সর্তকবার্তা দেন মমতা। তিনি বলেন, দল বা সরকার কোনওভাবে অস্বস্তিতে পড়ে, এমন কোনও কাজ করবেন না।

এদিকে, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গে আরও সাতটি নতুন জেলার নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশাসনিক কাজের সুবিধার জন্য বড় জেলাগুলিকে ছোট কয়েকটি জেলায় ভাঙার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার সেই পরিকল্পনার অংশ হিসেবে ৭ নতুন জেলার নাম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। নতুন জেলাগুলো হল: বহরমপুর, কান্দি, সুন্দরবন, বসিরহাট, ইছামতী, রানাঘাট ও বিষ্ণুপুর। আগামী ছয় মাসের মধ্যে এগুলোকে জেলাতে পরিনত করা হবে।

এর মধ্যে সুন্দরবন, বসিরহাট, রানাঘাটকে আলাদা পুলিশ জেলা হিসেবে ঘোষণা করে সেখানে কার্যক্রম শুরু হয়েছিল। যেহেতু উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বড় জেলা, তাই এই দুই জেলাকে ছোট ভাগে ভাগ করা হয়েছে।

সূত্র:বাংলাদেশ জার্নাল
আইএ/ ১ আগস্ট ২০২২

Back to top button