উত্তর আমেরিকা

মাংকি পক্স: নিউ ইয়র্কে স্বাস্থ্য সতর্কতা জারি

নিউ ইয়র্ক, ৩১ জুলাই – মাংকি পক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত শনিবার জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ। এর আগে গত শুক্রবার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকুল রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন।

নিউ ইয়র্ক শহর মাংকি পক্স সংক্রমণের উপকেন্দ্র উল্লেখ করে নগর কর্তৃপক্ষ বলছে, এই পদক্ষেপের ফলে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সময় মিলবে এবং তা সংক্রমণের গতি কমাতে সাহায্য করবে।

সিটি মেয়র এরিক অ্যাডামস এবং স্বাস্থ্য কমিশনার অশ্বিন বাসান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা ধারণা করছি প্রায় দেড় লাখ নিউ ইয়র্কবাসী বর্তমানে মাংকি পক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে।

এই প্রাদুর্ভাব মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে অতিদ্রুত ব্যবস্থা নিতে হবে। ’
গভর্নর ক্যাথি হকুল বলেন, মাংকি পক্স সংক্রমণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এবং টিকাদান কার্যক্রমের গতি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাংকি পক্সের প্রাদুর্ভাবের কারণে গত ২৩ জুলাই জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

সম্প্রতি আফ্রিকা মহাদেশের বাইরে প্রথমবারের মতো এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। ব্রাজিলে একজন এবং স্পেনে দুজনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/৩১ জুলাই ২০২২

Back to top button