ঠাকুরগাঁও

পীরগঞ্জে ২১ কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় মামলা

ঠাকুরগাঁও, ৩১ জুলাই – ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্তানের ২১টি পুরোনো কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে শেখ সমসের আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি চক্র রাতে পীরডাঙ্গী গোরস্তান থেকে পুরোনো কবর খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে এমন অভিযোগে থানায় মামলা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

শেখ সমসের আলী জানান, প্রায় এক বছর আগে তার মা মারা যান। তাকে পীরডাঙ্গী গোরস্তানে দাফন করা হয়। তার মায়ের কবরসহ অন্যান্যদের কবর খুড়ে রাতে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। এতে তিনি মর্মাহত।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে পীরডাঙ্গী গোরস্তানের প্রায় ২১টি পুরাতন কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে মানুষের ঢল নামে সেখানে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

সূত্র : আমাদের সময়
এন এ/ ৩১ জুলাই

Back to top button