বলিউড
দম্পতি হিসেবে প্রথম একসঙ্গে ফ্যাশন শোয়ের মঞ্চে
মুম্বাই, ৩০ জুলাই- বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে ফ্যাশন শোয়ের মঞ্চে হেঁটেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মনীষ মালহোত্রার ফ্যাশন শো মিজওয়ান কুচার ফ্যাশন শো ২০২২ এর শো স্টপার ছিলেন বলিউডের আলোচিত এই দম্পতি।
শোতে হাজির ছিলেন করণ জোহর, গৌরি খান, ঈশান খাত্তার, বিদ্যা বালান, সিদ্ধার্থ রয় কাপুর, দিয়া মির্জাসহ অনেকে। তবে মূল আকর্ষণ ছিলেন রণবীর-দীপিকাই।
শোতে রুপালি রঙের লেহেঙ্গা পরেছিলেন দীপিকা। পোশাকে ছিল লেসের বর্ডার ও সিকুইন-এমব্রয়ডারির কাজ। কালো ও সাদা রঙের এমব্রয়ডারি করা জমকালো শেরওয়ানি পরেছিলেন রণবীর।
ছয় বছর প্রেম করার করার পর ২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন রণবীর-দীপিকা জুটি। ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘গোলিও কি রাস লীলা রামলীলা’, ‘এইটিথ্রি’ ছবিতে তারা জুটি বেঁধে অভিনয় করেছেন।
মুন/৩০ জুলাই