জাতীয়

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপ রোববার

ঢাকা, ৩০ জুলাই- ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে রোববার সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৩টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে সংলাপে অংশগ্রহণ করবে দলটির প্রতিনিধিদল।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের শেষ দিন রোববার (৩১ জুলাই)।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইসির সঙ্গে সংলাপে বসবে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নতৃত্বে প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেবে বলে জানা গেছে।

এছাড়া সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগ।

জাতীয় নির্বাচন সামনে রেখে গত ১৭ জুলাই থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। প্রথমদিন সংলাপে বসে চারটি দল। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধির এ সংলাপে অংশগ্রহণের সুযোগ রেখেছে ইসি।

তবে এবারও ইসির সংলাপে যোগ দেয়নি বিএনপি। এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করলেও বিএনপি তাতে অংশ নেয়নি। এছাড়া দলটির জোটে থাকা অন্যান্য দল এবং আওয়ামী লীগের জোটে থাকা বেশ কয়েকটি দলও অংশ নেয়নি।

তথ্যসূত্র: জাগোনিউজ
মুন/৩০ জুলাই

Back to top button