বিজ্ঞান ও প্রযুক্তি

ধেয়ে আসছে রকেটের ধ্বংসাবশেষ, আছড়ে পড়বে পৃথিবীতে

মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনের নিক্ষেপ করা রকেটের ধ্বংসাবশেষ। চলতি সপ্তাহের শেষের দিকে অনিয়ন্ত্রিতভাবে এটি পৃথিবীর যেকোনো প্রান্তে আছড়ে পড়তে পারে। শুক্রবার (২৯ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রকেটের ধ্বংসাবশেষ কোনো জনবহুল এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে এনিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশ্ন উঠেছে এক দেশের নিক্ষেপ করা রকেটের দায়িত্ব কেন অন্য দেশ নেবে।

তিয়ানগং নামের স্পেস স্টেশন নির্মাণ শুরু করেছে চীন। এতে পাঠানো হচ্ছে অনেক রকেট। এসব রকেট পৃথিবীতে নিয়ন্ত্রিত অবস্থায় ফিরে আসার সক্ষমতা কম।

২৪ জুলাই লং-মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করেছিল চিন। এতে ছিল একটি ল্যাব মডিউল। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে। রকেটির ধ্বংসাবশেষ ভূমিতে পড়ার সম্ভাবনা খুবই কম। এটি কোনো সাগরে আছড়ে পড়তে পারে।

তবে রকেটটির কিছু অংশ জনবহুল এলাকায়ও পড়তে পারে। ২০২০ সালে আইভেরি কোস্টে এরকম ঘটনা ঘটে ছিল।

এম ইউ/২৯ জুলাই ২০২২

Back to top button