জাতীয়

সরকারি অফিস-গাড়িতে এসি বন্ধ রাখার দাবি

ঢাকা, ২৯ জুলাই- জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি অফিস ও গাড়িতে এসি বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ আহ্বান জানান সংগঠনটির নেতারা।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি অফিস ও গাড়িতে এসি বন্ধ রাখা দরকার। জনগণ লোডশেডিংয়ের মধ্যে থাকবে আর অফিসে, গাড়িতে এসি চলবে এটা হতে পারে না।

তারা বলেন, বর্তমান মন্ত্রিসভা প্রায় অর্ধশত। মন্ত্রী ও তাদের এপিএসসহ অনেকেই গাড়ি ব্যবহার করেন। এতে প্রচুর জ্বালানি ব্যয় হয়। বর্তমান পরিস্থিতিতে তাদের এ জ্বালানি ব্যয় কমাতে ১০ সদস্য মন্ত্রিপরিষদ গঠন জরুরি হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাই তিনি যেন তার মন্ত্রিসভা ছোট করেন।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, দৈনিক আজকের দর্পন এর নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট আল আমিন রিজভী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস প্রমুখ।

তথ্যসূত্র: জাগোনিউজ
মুন/২৯ জুলাই

Back to top button