‘চোরের’ সাথে আলোচনা করবেন না ইমরান খান
ইসলামাবাদ, ২৮ জুলাই – প্রয়োজনে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, বেলুচিস্তান ও সিন্ধের বিচ্ছিন্নতাবাদীদের সাথে আলোচনা করবেন, তবুও আন্তর্জাতিকি শত্রুর সাথে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে আলোচনায় বসবেন না; এই ঘোষণাই দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের চেয়ারম্যান ইমরান বলেন, ‘আমি তেহরিক-ই-তালেবান, বালুচিস্তান ও সিন্ধের বিচ্ছিন্নতাবাদীদের সাথে আলোচনা করতে পারি, তবে চোরদের সাথে নয়। আপনি কী তাদের সাথে কথা বলবেন, যারা আপনার ঘর ডাকাতি করেছে?’
কয়েক মাস আগে ক্ষমতা হারানো ইমরানের দাবি ছিল, মার্কিন ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
তারপরও যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চান ইমরান। তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। যেখানে অন্য দেশের চেয়ে বেশি রপ্তানি করি, যেখানে পাকিস্তানের অনেক মানুষ বাস করেভ তবে দাসত্বের চেয়ে মৃত্যু ভালো এবং আর আমরা আত্মমর্যাদার সাথে বাঁচতে চাই।’
সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৮ জুলাই ২০২২