জাতীয়

কিছুদিন পরে দারিদ্র্য দেখতে মিউজিয়ামে যেতে হবে

মৌলভীবাজার, ২৮ জুলাই – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‘দেশে ক্রমান্নয়ে দরিদ্রের সংখ্যা কমে আসছে। এখন ২২ শতাংশ। খুব শিগগিরই এখান থেকে উত্তোরণ ঘটবে। এই দারিদ্র্য মোকাবিলা করেই আমাদের দেশের লোক এই জায়গায় এসেছে। কিছুদিন পরে নতুন প্রজন্মকে দারিদ্র্য দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে। সব কিছু মোকাবিলা করেই আমরা একটি সফল উন্নত দেশের দিকে চলছি। আমাদের মাথাপিছু আয় থেকে শুরু করে সব দিকেই বাড়ছে।’

আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, এসপি মোহাম্মদ জাকারিয়া ও অলিলা গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।
মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবার পেছনে যে গতি তার একটি কারণ রয়েছে। আর সেটি হলো তরুণ সমাজ। এখন দেশে ৬৫ শতাংশ কর্মক্ষম মানুষ রয়েছে। তাই আমাদের এই গতি কেউ রুখতে পারবে না। এই ৬৫ শতাংশ মানুষ সারাদেশে পুরোদমে কাজ করতে পারে। আমরা সেই দিক দিয়ে ভাগ্যবান। সেজন্যই আমাদের এই গতি দুর্বার গতি।’

তিনি বলেন, ‌‘এখন প্রশ্ন হচ্ছে, আমরা লোডশেডিং করছি কেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্য যুদ্ধে সারা বিশ্ব আজ অর্থনীতিতে টালমাটাল। ডিজেল ও ফার্নেজওয়েলের দুষ্প্রাপ্যতা। পাশাপাশি এলএনজির দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের এই বিদ্যুৎ খাতে আমরা যে ভর্তুকি দেই এই ভর্তুকি তিনগুণ বেড়ে যাবে, যদি আমরা এভাবে চালাতে থাকি। তাই প্রধানমন্ত্রী লোডশেডিংয়ের কথা বলেছেন। আমাদের কেপাসিটি রয়েছে। আমাদের বিদ্যুৎ সক্ষমতা এতোটাই যে, আমরা বাড়তি বিদ্যুৎও তৈরি করছি। কিন্তু আমরা এখন ফুল কেপাসিটিতে রান করছি না। আমাদের ইকোনমিক প্রেসারের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী লোডশেডিং করতে বলেছেন। আমেরিকা, ইংল্যান্ড থেকে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে এখনো অনেক ভালো অবস্থানে আছে। আর এটা সম্ভব হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রীর দূরদর্শীতার কারণে। তাই যতোদিন বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা এই দেশের হাল ধরে রাখবেন ততদিন এই দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। দেশ আলোকিত হবে।’

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৮ জুলাই ২০২২

Back to top button