উত্তর আমেরিকা

করোনামুক্ত বাইডেন

ওয়াশিংটন, ২৭ জুলাই – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনামুক্ত হয়েছেন। দুইবারের পরীক্ষাতেই তার করোনা সংক্রমণ নেগেটিভ আসে। করোনামুক্ত হওয়ায় বাইডেনকে আর আইসোলেশনে থাকতে হবে না বলে হোয়াইট হাউসের চিকিৎসক বুধবার জানিয়েছেন। খবর এএফপির।

প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনর বলেন, গতকাল (মঙ্গলবার) ও আজকের (বুধবার) করোনা পরীক্ষাতে তার করোনার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি প্যাক্সলোভিড নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধের কোর্স সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন কেভিন ও’কনর।

গত বৃহস্পতিবার করোনাক্রান্ত হওয়ার পর থেকে হোয়াইট হাউসের বাসভবনে আইসোলেশনে ছিলেন বাইডেন।

তবে এখন আইসোলেশনে না থাকলেও ১০ দিন তিনি মাস্ক পরে থাকবেন বলে কেভিন ও’কনর জানিয়েছেন। এছাড়া ফের সংক্রমণ হয়েছে কী না জানার জন্য নিয়মিত পরীক্ষাও করা হবে তাকে।

সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারীতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন। শুধু তাই নয়, তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজ নেন।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৭ জুলাই ২০২২

Back to top button