মধ্যপ্রাচ্য

এবার রাশিয়ার মির পেমেন্ট কার্ড গ্রহণ করবে ইরান

তেহরান, ২৭ জুলাই – মধ্যপ্রাচ্যের দেশ ইরান শিগগিরই রাশিয়ার মির ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অর্থপ্রদান গ্রহণ করা শুরু করবে বলে তেহরানের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ এক প্রতিবেদনে জানিয়েছে। খবর আল জাজিরার।

এর মাধ্যমে ভিসা এবং মাস্টারকার্ডের রাশিয়ান বিকল্প গ্রহণের সর্বশেষ দেশ হিসেবে নাম লেখাবে ইরান।

ইরানের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মেধি সাফারি আরআইএকে বলেন, আমি মনে করি ইরানে এই অর্থপ্রদানের ব্যবস্থা শীগগিরই চাল করা হবে।

দক্ষিণ কোরিয়া ও কিউবাও সম্প্রতি মির ব্যাঙ্ক কার্ড গ্রহণ করা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতও শিগগিরই এই কার্ড গ্রহণ করা শুরু করতে চায়। জনপ্রিয় পর্যটন গন্তব্য তুরস্ক, ভিয়েতনাম ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রেও এই কার্ডের মাধ্যমের লেনদেন করা যায়।

প্রসঙ্গত, এর আগে নিজস্ব মুদ্রা রিয়াল ও রুবলে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে ইরান এবং রাশিয়া। এর অংশ হিসেবে ইরান রাশিয়ার মুদ্রা রুবলকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করেছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৭ জুলাই ২০২২

Back to top button