দক্ষিণ এশিয়া

বিহারে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

পাটনা, ২৭ জুলাই – ভারতের উত্তরাঞ্চলীয় বিহার রাজ্যের আট জেলায় মাত্র একদিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিহারের উত্তরের জেলাগুলোয় বুধ ও বৃহস্পতিবার বজ্রঝড়ের সঙ্গে আরও বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বজ্রপাত নিয়ে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য বাসিন্দাদের আহ্বান জানান।

ভারতে প্রতিবছর বর্ষাকালে বজ্রপাতে শত শত মানুষ মারা যায়। দেশটিতে বজ্রপাত সবচেয়ে বেশি ঘটে বিহারে।

ভারতে বজ্রপাতে মৃত্যু বেশি হওয়ার একটি কারণ হিসেবে বলা হচ্ছে, সেখানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ঘরের বাইরে বহু মানুষ কাজ করে। এতে তাদের বজ্রপাতে মারা যাওয়ার ঝুঁকিও বেশি থাকে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক ঘোষণায় বলেছেন, বজ্রপাতে যারা মারা গেছে, তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে চার লাখ করে রুপি দেয়া হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ জুলাই ২০২২

Back to top button