লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি
ঢাকা, ২৬ জুলাই- লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ব্যর্থতা স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। গত সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ২৯ ও ৩০ জুলাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও অন্যান্য সকল মহানগর এবং আগামী ৩১শে জুলাই সকল জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হলেও তারিখ ঘোষণা করা হয়নি।
তথ্যসূত্র: সমকাল
মুন/২৬ জুলাই