জাতীয়

সব আসনে ইভিএম ও সেনা চায় বিকল্পধারা

ঢাকা, ২৬ জুলাই- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি বন্ধে সব আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন সেনা সদস্য মোতায়েন চায় বিকল্পধারা বাংলাদেশ। মঙ্গলবার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এমন দাবি করে দলটি।

ইসির সঙ্গে সংলাপে লিখিত সাত দফা প্রস্তাবনা দেয় বিকল্পধারা। প্রস্তাবনাগুলো হলো: সব কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করা হলে অন্তত ভোট কারচুপি বন্ধ হবে। একজনের ভোট আর একজন দিতে পারবে না তার নিশ্চয়তা চাই; নির্বাচনের সময়ে ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি যাতে না হয় তার ব্যবস্থা নিশ্চিতকরণ; নির্বাচন ক্যাম্পেইনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করণ;

ভোটারদের ভোট দেয়ার গোপনীয়তা নিশ্চিতকরণ; ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত লোকের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করণ; ভোট কেন্দ্রে পেশী শক্তি ব্যবহার রোধ কল্পে প্রতি ভোট কেন্দ্রে সামরিক বাহীনির অন্ততঃ ৫ সদস্যের নিয়োগ দান; এবং ভোট কেন্দ্রে দ্রুত সময়ে ভোট গণনা সম্পূর্ণ করে ভোটের ফলাফল উপস্থিত এজেন্টদের কাছে হস্তান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করণ।

তথ্যসূত্র: বিডি প্রতিদিন
মুন/২৬ জুলাই

Back to top button