ভিআইপি প্রথা বাতিল করতে হবে: আ স ম আবদুর রব
ঢাকা, ২৬ জুলাই- শুধুমাত্র রাষ্ট্রব্যবস্থার অনিবার্য প্রয়োজনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়া সব ভিআইপি প্রথা বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, কথায় কথায় ভিআইপি প্রোটোকল, রাস্তাঘাটে ভিআইপি নামে ট্রাফিক আইন লঙ্ঘন, বিভিন্ন অনুষ্ঠানে ভিআইপি প্রটোকলের নামে নাগরিকদের হেনস্তা, রাজকীয় ভাবসাব এবং বাড়াবাড়ি চিরতরে বন্ধ হওয়া উচিত।
‘ভিআইপির যাতাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যস্ত রাখা এবং অর্থ ও সময় অপচয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।’
সোমবার (২৫ জুলাই) প্রবাসীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রব বলেন, ভিআইপি প্রটোকল দেওয়ার নামে একজন যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় অ্যাম্বুলেন্সের মধ্যে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। ভিআইপি প্রটোকলের কারণে মুমূর্ষু রোগীসহ অ্যাস্বুলেন্স আটকে রাখার মতো অসংখ্য অমানবিক ঘটনা ঘটছে প্রতিদিন।
তিনি বলেন, একদল সুবিধাভোগী মানুষ তথাকথিত বিত্ত এবং আভিজাত্যের আড়ালে সমাজে ভয়ঙ্কর বিভেদের দেয়াল গড়ে তুলছে, যা মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়।
এই জ্যেষ্ঠ রাজনীতিক বলেন, প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের প্রতিনিধি থাকবে। দেশে আসার পর তারা হবেন সরকারি মেহমান। সে লক্ষ্যে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যাদের প্রেরিত রেমিটেন্সের কারণে আমাদের শান-শওকত ও জৌলুস নিশ্চিত হচ্ছে, তাদের প্রতি অবহেলা এবং অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
আ স ম রবের উত্তরার বাসভবনে এই আলোচনায় অংশ নেন জার্মান প্রবাসী হারুন অর রশিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সরোয়ার ও সামছুদ্দীন আহমেদ শামীম প্রমুখ।
তথ্যসূত্র: জাগোনিউজ
মুন/২৬ জুলাই