জাতীয়

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

ঢাকা, ২৫ জূলাই – দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৫৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় চারজনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ৪৩০ জন। সে তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪। আগের দিন এই হার ছিল ৭ দশমিক শূন্য ৪।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত দাঁড়াল ২০ লাখ ২ হাজার ৩২৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন। করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ২৭১ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দুজন এবং চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একজন করে মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে।

সূত্রঃ সমকাল
এম ইউ/২৫ জুলাই ২০২২

Back to top button