উত্তর আমেরিকা

দাবানলে ক্যালিফোর্নিয়ার একাংশে জরুরি অবস্থা জারি

ওয়াশিংটন, ২৪ জুলাই – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একাংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভয়াবহ দাবানল অঙ্গরাজ্যের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে দ্রুত ছড়াচ্ছে বলে ক্যালিফোর্নিয়ার মারিপোসা কাউন্টিতে এই জরুরি অবস্থা জারি করা হয়।

‘ওক ফায়ার’ নামের এই দাবানল গত শুক্রবারের পর থেকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা হিমশিম খাচ্ছেন। খবর বিবিসি অনলাইনের।

ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টম্যান্ট বলেছে, ভয়ঙ্কর এই আগুনের আচরণ ফায়ার সার্ভিস কর্মীদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

এদিকে দাবানলের কারণে এখন পর্যন্ত ছয় হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং ১০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে মারিপোসা কাউন্টিতে জারি করা জরুরি অবস্থার ফলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এই দাবানল মোকাবিলায় ফেডারেল কর্তৃপক্ষের সহায়তা নিতে পারবে।

আগুন নিয়ন্ত্রণে রাখতে ফায়ার সার্ভিসের প্রায় ৪০০ সদস্য এবং চারটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কলফায়ারের মুখপাত্র নাতাশা ফাউটস বলেন, আগামী সপ্তাহের আগে এই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করা যাচ্ছে না।

সূত্র: সমকাল
এম ইউ/২৪ জুলাই ২০২২

Back to top button