ইউরোপ

এগুচ্ছে ইউক্রেনের সেনারা, হতে পারে বড় অভিযান

কিয়েভ, ২৪ জুলাই – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা ‘ধাপে ধাপে’ দখলকৃত খেরসনের দিকে এগুচ্ছে।

খেরসন থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে সেখানে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা।

ইউক্রেনে হামলা করার ঠিক পর পরই কোনো ধরনের বাঁধা ও রক্তপাত ছাড়া খেরসন দখল করে ফেলে রুশ সেনারা। খেরসন আঞ্চলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ।

শনিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের পাল্টা আক্রমণের কারণে খেরসনে ইতিমধ্যেই বড় ধরনের লড়াই চলছে।

যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়, খেরসনের রুশ বাহিনীর রসদ পৌঁছানোর গুরুত্বপূর্ণ ব্রিজে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে করে রুশ সেনাদের রসদ পরিবহণ ঝুঁকিতে পড়ে গেছে।

এ মাসের শুরুতে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক খেরসনের বাসিন্দাদের আহ্বান জানান, তারা যেন এখান থেকে চলে যান। কারণ ইউক্রেন পাল্টা হামলা চালালে তারা যুদ্ধের মাঝে আটকে যেতে পারেন।

ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট লঞ্চার দিয়ে রাশিয়ার রসদ পরিবহণে বিঘ্ন ঘটাতে শনিবার দারিভস্কি ব্রিজে হামলা চালায়।

খেরসনে রুশদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি ব্রিজ আন্তোনিভস্কি ব্রিজেও মঙ্গলবার হামলা চালায় ইউক্রেন।

যুক্তরাজ্য জানায়, যদি ব্রিজগুলো ইউক্রেন ধ্বংস করে দিতে সমর্থ হয় এতে করে দিনিপ্রো নদীর পশ্চিম দিকে থাকা রুশ সেনারা বিচ্ছিন্ন হয়ে যাবে। যা রাশিয়ার জন্য রাজনৈতিক ও সামরিকভাবে একটি বড় ধরনের ধাক্কা হবে।

ইতিমধ্যে জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ দাবি করেছেন, খেরসনের ভায়সোকোপিল্লিয়া নামক একটি গ্রামে অবস্থান করা এক হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেন। যদিও তার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৪ জুলাই ২০২২

Back to top button