ইউরোপমধ্যপ্রাচ্য

ইরানের প্রেসিডেন্টকে ম্যাক্রোঁর ফোন

তেহরান, ২৪ জুলাই – ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শনিবার ফোন দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

তাদের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে দুই ঘণ্টা কথা হয়েছে।

২০১৫ সালে ইরানের সঙ্গে হওয়া একটি পারমাণবিক চুক্তি নতুন করে করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিষয়টিতে বিলম্ব হচ্ছে।

গণমাধ্যম আল আরাবিয়া ফরাসি প্রেসিডেন্ট দপ্তরের দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি ‘এখনো করা সম্ভব।’ তবে এটি ‘দ্রুত সময়ের মধ্যে’ করতে হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার হতাশা প্রকাশ করেছেন, কারণ ভিয়েনা আলোচনায় বিষয়টি সমাধান হয়নি। তাছাড়া ইরান পারমাণবিক কার্যক্রম নিয়ে যেসব কথা দিয়েছে সেগুলো মেনে চলার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ইরানের বিরুদ্ধে অগঠনমূলক যেসব ব্যবস্থা নিয়েছে সেটির সমালোচনা করেছেন প্রেসিডেন্ট রাইসি।

এদিকে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান। এ চুক্তি অনুযায়ী ইরান কথা দেয়, অ্যাটোমিক বোমা বানানো যাবে এমন কোনো কার্যক্রম তারা চালাবে না। এর বদলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তাদের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়।

কিন্তু ২০১৮ সালে চুক্তি থেকে সরে যান যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ইরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৪ জুলাই ২০২২

Back to top button