সোহানকে কেন ক্যাপ্টেন করা হল?
ঢাকা, ২৩ জুলাই- মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সিতে টি-টোয়েন্টি খুব একটা আগায়নি বা আগাচ্ছে না; এই সিদ্ধান্তে পৌঁছাতে খুব একটা গাণিতিক সূত্র মেলানোর দরকার পড়ে না। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি থেকে ক্রিকেটের পাড়ভক্তদের অনেকেই জানেন, ‘কেন যেন সাইলেন্ট কিলার রিয়াদ কাপ্তানিতে ঠিক ক্লিক করছেন না কিংবা কোন এক দৈব কারণে নিজের ক্যারিশমা দেখাতে পারছেন না।’
যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বারবারই বলে আসছেন, রিয়াদের কাপ্তানিতে তিনি কোনও সমস্যা দেখছেন না, তার চেয়ে ভালো অপশনও আর নেই।
তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই গুঞ্জন চাঙা! শোনা যাচ্ছে টেস্টের পর সোজা টি-টোয়েন্টি কাপ্তানের ব্যাটনটাও উঠছে সাকিব আল হাসানের হাতেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবকেই চায় বিসিবি। যদিও এখনও সেকথা গুঞ্জনই। এখন পর্যন্ত বিসিবি বা সাকিব কেউ এ বিষয়ে মুখ খোলেননি।
আরেকটি সূত্র বলছে, জিম্বাবুয়ে সফরে রিয়াদকে বিশ্রাম দিলেও অন্তত এশিয়া কাপ পর্যন্ত রিয়াদই থাকছেন পটি-টোয়েন্টি ক্যাপ্টেন, বিসিবির পরিকল্পনা নাকি তেমনই।
সে যাই হোক অন্য অনেককে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে কেন ক্যাপ্টেন করা হল, সেটাও জানিয়েছে বিসিবি। সংস্থাটির দাবি, তারা এই সফরে টি-টোয়েন্টি তরুণদের বাজিয়ে দেখতে চায়।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘টি-টোয়েন্টি দল নিয়ে আমাদের কিছু বিষয় ছিল। ক্রিকেট বোর্ডে কয়েক দিন ধরে আমরা আলাপ-আলোচনা করছি টি-টোয়েন্টি দল নিয়ে। আপনারা জানেন যে টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে সেভাবে আমরা উন্নতি করতে পারছি না। যেহেতু সামনে প্রথম টি-টোয়েন্টি সিরিজ আছে, সে কারণে এটা নিয়ে অনেক চিন্তাভাবনা ছিল ক্রিকেট বোর্ডের।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিলেন। কয়েক দিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে (মাহমুদউল্লাহ) ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদের (তরুণদের) পাঠানো হচ্ছে।’
মুন/২৩ জুলাই