জাতীয়

ডলারের দাম বাড়ল আরও ৫০ পয়সা

ঢাকা, ২১ জুলাই – ডলারের দাম আরও ৫০ পয়সা বেড়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) এক ডলার কিনতে ৯৪ টাকা ৪৫ পয়সা খরচ হয়েছে, যা বুধবার ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৫০ পয়সা বাড়লেও খোলাবাজারে ডলার আরও চড়া দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের শেষে খোলাবাজারে ডলারের দাম ৯৮ টাকা থাকলেও বুধবার (২০ জুলাই) তা ১০২ টাকা ৬০ পয়সা পর্যন্ত উঠে যায়।

সাধারণত, খোলাবাজারে ডলারের চাহিদা বাড়লে মুদ্রা বিনিময়ের প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকেই ডলার কিনে গ্রাহকের কাছে বিক্রি করে। কিন্তু এখন ব্যাংকেও ডলারের সংকট দেখা দেওয়ায় অনেক ব্যাংক উল্টো এখন খোলাবাজারে ডলার খুঁজছে।

আমদানি ব্যয় বৃদ্ধি ও প্রবাসী আয় কমে যাওয়ায় দেশে ডলারের তীব্র সংকট তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রিজার্ভ থেকে ডলার ছেড়েও লাভ হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের।

সূত্র: আরটিভি
এম ইউ/২১ জুলাই ২০২২

Back to top button