কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ
কুয়েত সিটি, ২০ জুলাই – কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম আল সাবাহ।
মঙ্গলবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে এ বিষয়ে একটি আমিরি ডিক্রি জারি করা হয়েছে। সেই সঙ্গে শেখ মোহাম্মদ আল সাবাহকে নতুন সরকারের সদস্য মনোনীত করার নির্দেশও দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।
শেখ সাবাহ আল খালিদ পদত্যাগ করার পর প্রায় তিন মাস দেশটির প্রধানমন্ত্রী পদ শূন্য ছিল।
নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কুয়েতের ১২তম আমির শেখ সাবাহ আল সালেম আল সাবাহের চতুর্থ ছেলে। তার বাবা শেখ সাবাহ আল সালেম ১৯৬৫-১৯৭৭ সাল পর্যন্ত কুয়েত শাসন করেছিলেন।
শেখ মোহাম্মদ ক্যালিফোর্নিয়ার ক্লেরমন্ট কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মধ্যপ্রাচ্য স্টাডিজে পিএইচডি করেছেন।
সূত্র: আরটিভি
এম ইউ/২০ জুলাই ২০২২