বিজ্ঞান ও প্রযুক্তি
দুই মাসে ১০ লাখ সদস্য হারাল নেটফ্লিক্স
নেটফ্লিক্স দুই মাসে প্রায় ১০ লাখ সদস্য হারিয়েছে। গত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে গ্রাহকরা প্রতিষ্ঠানটির পরিষেবা নেওয়া বন্ধ করে দেয়।
স্ট্রিমিংয়ের জায়ান্ট হিসেবে দীর্ঘদিন রাজত্ব করার পর নেটফ্লিক্স কঠিন সময় পার করছে। প্রতিষ্ঠানটি তার মুকুট ধরে রাখার লড়াইয়ের মুখোমুখি হয়েছে।
তবে প্রতিষ্ঠানটি যতটা ভয় পেয়েছিল সংখ্যাটি ততটা নয়।
সাবক্রিপশন পড়ে যাওয়া ঠেকানোর বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিড হাসটিংস বলেন, সেখানে যদি একটি বিষয় থাকতো, ‘আমরা বলতে পারতাম অদ্ভুত বিষয়।’
জনপ্রিয় নাটকের নতুন সিজন এক অভূতপূর্ব সফলতা পেয়েছে। যা গ্রাহকদের নেটফ্লিক্স ছেড়ে যাওয়া ঠেকাতে সাহায্য করেছে।
২০১১ সালের এপ্রিলে নেটফ্লিক্স প্রথম সাবস্ক্রাইবার হারায় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। গ্রাহক কমে যাওয়ার ফলে প্রতিষ্ঠানটি তখন ১০০ কর্মী ছাঁটাই করেছিল।
মুন/২০ জুলাই