ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩
কিয়েভ, ১৫ জুলাই – রুশ সামরিক বাহিনী ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ২৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মাঝে তিন শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত শতাধিক মানুষ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, মধ্য ইউক্রেনের শহরটিতে এই হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে।
রাশিয়ার সর্বশেষ এই হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউরোপীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে আটটি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে দু’টি শহরের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। এই হামলায় ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়া সেখানে আরও বহু মানুষ আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি এই হামলায় ‘শঙ্কিত’ হয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই হামলাকে ‘নৃশংসতা’ বলে নিন্দা জানিয়েছে। এই হামলার জন্য উভয়েই (রাশিয়াকে) জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।
সূত্র: বাংলদেশ জার্নাল
এম ইউ/১৫ জুলাই ২০২২