শ্রীলঙ্কার সংকটের জন্য রাশিয়াকে দায়ী করলেন জেলেনস্কি
কিয়েভ, ১৫ জুলাই – শ্রীলংকায় চলমান সঙ্কটের জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার শ্রীলংকার ডেইলি মিরর এই খবর প্রকাশ করেছে।
জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে বিশ্বের খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা অচল করে দিয়েছে। এতে করে শুধু শ্রীলংকা নয়, সারা বিশ্বে অস্থিরতা চলছে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ার দেশগুলোর নেতাদের নিয়ে ‘এশিয়ান লিডারশিপ কনফারেন্সে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি এমন মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন আগ্রাসনের জন্য যে কৌশলগুলো ব্যবহার করেছে, তার মধ্যে একটি ‘অর্থনৈতিক অস্থিতিশীলতা’ তৈরি করা। চলমান সঙ্কট ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে দেশে দেশে খাদ্য ও জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। তৈরি হয়েছে অস্থিরতা। এদিকে রাশিয়া এই অস্থিরতার ফায়দা নিচ্ছে।
জেলেনস্কি আরও বলেন, এটা শুধু আমাদের জন্য উদ্বেগের নয়। উদাহরণ হিসেবে শ্রীলংকার ঘটনা দেখুন। হঠাৎ জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে সেখানে সামাজিক বিস্ফোরণ হয়েছে। এর শেষ কোথায় কেউ জানে না। সবাই জানেন, জ্বালানি ও খাদ্য সঙ্কটে পড়া অন্য দেশগুলোতেও এমন বিস্ফোরণ ঘটার ঝুঁকি তৈরি হয়েছে।
সূত্র: যুগান্তর
এম ইউ/১৫ জুলাই ২০২২