ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান
ঢাকা, ১৩ জুলাই – সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তিনি মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হবেন।
পেশাদার কূটনীতিক মোস্তাফিজুর রহমান ২০২০ সালের সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেন। এর আগে তিনি সিঙ্গাপুরে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
১১ বিসিএস ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কলকাতায় বাংলাদেশ হাইকমিশনার ডেপুটি হাইকমিশনার, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এবং প্যারিসে বাংলাদেশের দূতাবাসসহ বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মোস্তাফিজুর রহমান। এরপর ‘আন্তর্জাতিক আইন ও বিরোধ নিষ্পত্তি’র উপর লন্ডনে এবং ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়ে প্যারিসে পড়াশোনা করেছেন।
সূত্র : রাইজিংবিডি
এম এস, ১৩ জুলাই