গাজীপুর
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গাজীপুর, ১৩ জুলাই – গাজীপুরের কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার (১৩ জুলাই) সকাল সোয়া ৯ টায় দিকে আগুন লাগে।
ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, সকাল সোয়া ৯টার দিকে দেউলিয়াবাড়ি ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ডিবিএলের একটি ও জয়দেবপুর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
উল্লেখ্য, এর আগে আজ সকালে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্র : রাইজিংবিডি
এম এস, ১৩ জুলাই